শ্রেষ্ঠ মোনাজাতের দোয়া

শ্রেষ্ঠ মোনাজাত ও Dua কি? What is the best prayer and Dua?

শ্রেষ্ঠ মোনাজাতের দোয়া

ইসলামী পরিভাষায় একে দুআ বলা হয়। প্রকৃত অর্থে এই শব্দটি ডাকদেওয়া' বা 'আহ্বান করা’ বোঝায়, যা ইসলামে একটি সুন্দর অনুরোধ প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। 

শব্দটি একটি আরবি শব্দ থেকে নেওয়া হয়েছে যা বাংলায় ডাক বা তোলব কার হিসাবে রূপান্তরিত হয় এবং মুসলমানরা এটিকে একটি ইসলামী নিয়ম এবং পুরস্কার হিসাবে দেখে থাকে।

একটি ওয়াজের দোয়া বা শ্রেষ্ঠ মোনাজাত টেক্সট আকারে তৈরি করা হয়েছেঃ

আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ ওয়া বারিকা ওয়াসাল্লাম,

রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কূনান্না মিনাল খাসেরীন। গভীর রাত, নিঝুম রাতে. আল্লাহগো তোমার কালামের ছোট্ট সুরা তোমার পরিচয়, তোমাকে চেনার জন্য তোমার পরিচয় বুঝবার জন্য সূরা এখলাছ থেকে কিছু দোয়া দরুদ আদায় করেছি।

বাংলা মোনাজাত 

গোনাহের বোঝা মাথায় নিয়ে ভিখারির মত দুটো হাত পেতে আছি আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও, জনম দুখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেছেন তাদের জীবনের গুনাহ গুলো মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও, 

হে আল্লাহ তায়ালা আমাদের পিতা মাতার জন্য কি দোয়া করতে হয় তাও তুমি শিখিয়ে দিয়েছো, চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আল্লাহ তায়ালাকে স্মরন করে বলুন অকুর রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা,রাব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা।

কান্নার মোনাজাত কি

অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাবোগো আল্লাহ, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে দেখতে পাবো না রে আল্লাহ, সবাইকে পাবো মেয়েকে পাবো বউকে পাবো, ছেলেকে পাব কিন্তু বাবা-মার ঘরটা পড়ে আছে কিন্তু বাড়িওয়ালা বাড়িতে নাই রে আমাদের যাদের বাবা মা  বেঁচে আছেন তাদের হক আদায় করার তৌফিক দাও আল্লাহ, 

আখেরাতের কঠিন ময়দানে যেদিন চিনবে না মা তার সন্তানকে, জাহান্নামের আগুনে পুড়ে মানুষগুলো যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরিয়ে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ, সেদিন কঠিন সময়ে তুমি আমাদের জন্য এই মাহফিল এর দুয়ার দ্বারা ক্ষমা করে দিও গো আল্লাহ,

কত টাকা কত পয়সা কত দিকে চলে যায় তোমার বান্দা গুলো তোমার দ্বীনকে বোঝার জন্য তোমার এই মাহফিলতে ফুল বাগানের মত সাজিয়েছে আল্লাহ মেহেরবানী করে তুমি তোমার পক্ষ থেকে উত্তম পুরস্কার তুমি আল্লাহ তাদেরকে দিয়ে দাও।

সেরা মোনাজাত

যারা এই মাহফিলকে সাজিয়েছে খরচ করেছে তাদের পিতা মাতার কবরগুলোতে জান্নাতের টুকরা বানাইয়া দাও, আমার সামনে পিছনে যারা হাত তুলেছেন পর্দার আড়ালে যেসকল মা বোন যারা হাত তুলেছেন যার যা চাওয়া তুমি আল্লাহ তাদের দিয়ে দিও যে ঘরের ছেলে নাই সে ঘরে ছেলে দাও যেখানে যার বিয়ে করার ইচ্ছা তুমি তাদের সেখানে বিয়ে দাও ও আল্লাহ, 

আমাদের তোমার নিয়ামত দ্বারা ভরপুর করে দাও, ব্যবসায় বরকত  দিয়া দাও, আল্লাহ তায়ালা সন্তানগুলো কথা শোনে না অনুগ্রহ করে তাদের পিতা মাতার অনুগত করে দাও, আল্লাহ তাআলা যারা রোগে আক্রান্ত তাদের তুমি রোগ মুক্ত করে দেও, যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও, 

এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাবরে আল্লাহ ডানহাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কাউকে কবরে নিয়না আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি এই পৃথিবীতে আসার তো সিরিয়াল আছে যাওয়ারতো সিরিয়াল নাই আল্লাহগো, বাবার আগে ছেলে যায় দাদার আগে নাতি চলে যায়, মায়ের আগে সন্তান যায়রে, বড় ভাইয়ের আগে ছোট ভাই চলে যায় রে আল্লাহ কবে যে চলে যাব জানিনা আল্লাহগো,

তবে ডানহাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে কবরে নিও না আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব রে চোখের সামনে কত ভাইয়ের মৃত্যু দেখলাম, কত বোনের মৃত্যু দেখলাম, কত জনের মৃত্যু দেখলাম বাবার লাশ বহন করে নিয়ে গেল একদিন আমার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়বেরে, 

সবাই জানাযায় হাজির হবেরে, কিন্তু কেউ আমাকে ডাকবে না কেউ আমাকে দাওয়াত দিবে না, কেই আমাকে নিয়ে চা চক্রে বসবে না, কেউ আমাকে নিয়ে গল্প বা আড্ডায় বসবে নারে আল্লাহ, আল্লাহ তোমার কাছে ফিরে যেতে হবে গো আল্লাহ তোমার সঙ্গে মোহাব্বত আমাদের বাড়ায়া দাও, 

তোমাকে বেশি বেশি চেনার তৌফিক দিয়ে দাও, তোমার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর করে দাও, তোমাকে বেশি বেশি মোহাব্বত করার তৌফিক দিয়ে দাও আল্লাহগো, নফল নামাজ পড়ে পড়ে তোমার তাকার্রুম হওয়ার তৌফিক দিয়ে দাও,

মোনাজাত দোয়া

রবিন ভাই তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ সেহাতে কুল্লিআ দিয়ে দাও, অনেকে অনেক প্রকার দোয়া চেয়েছেন মেহেরবানী করে তুমি আল্লাহ দয়া করে তাদের ক্ষমা করে দিও, ওহ আল্লাহ একদিন তো মৃত্যুর কোলে ঢোলে পড়বোগো আল্লাহ, মালাকুল মউত যখন জান কবজ করে নেবেরে আল্লাহ, 

তখন টান মেরে ঘর থেকে বের করে দেবে সবাই, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সকলে দেখে দেখে চলে যাবে, জানাযার আয়োজন করবে আমার গায়ে থাকা সেলাই ওয়ালা কাপড় কেচে দিয়ে কেটে কেটে টেনে টেনে সব কাপড় চোপড় খুলে ফেলা হবেরে, কিছু দেবেনারে আমার সাথে কিচ্ছু দেবেনা আমার সম্পদ আমার নসিবে থাকবেনা আমার সেলাইকৃত জামাটাও আমার নসিবে থাকবে নারে, 

আমাকে এমন জামা পরাইবে রে যে জামার সেলাই নাই পকেট নাই বোতাম নাইরে, মাথায় বাধন, পায়ে বাধন দিয়া দিয়া জীবনের শেষ গোসল করাইয়া দিয়া জানাযার প্রান্তরে হাজির করাইয়া দেবে রে অসহায়ের মত সব রাখবে সামনে। 

জানাজা শেষ হয়ে যাবে মরা মুখ দেখে দেখে চলে যাবেরে আমাকে ধরে নিয়ে সব পালকিতে চরাইয়া দেবে, জীবনের শেষ পালকিতে চড়বো আমাকে টেনে হিঁচড়ে কবর পর্যন্ত নিয়ে যাবে, কবরে শোয়ায়ে দেবে, বাশ চাপা দেবে মাটি চাপা দেবেরে আল্লাহ, শীতকাল কাথা লেপ ছাড়া ঘুম হয় না বর্ষাকাল বৃষ্টি 

হয়ে কবরস্থান ভেসে উঠবেরে, কবরে শোয়ায়ে দেবেরে যত্নে গড়া চুল শ্যাম্পু ছাড়া মাথার চুল ব্যবহার করতারে আল্লাহ, মরে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে চুলগুলো সব খসে খসে পড়ে যাবে, তিন দিন যেতে না যেতে দেহের সমস্ত চামড়াগুলো গলে গলে যাবেরে, সাতদিন যাবেনা পেটের সব নাড়িভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হয়ে যাবেরে আল্লাহ,

দুআ

কত যত্ন করে তেল সাবান লাগালাম এই দেহে, দেহের মধ্যে পোকা সৃষ্টি হয়ে যাবে পোকার পেটে সব চলে যাবেরে আল্লাহ, আমার চামড়া গোস্তগুলো তিনমাস যেতে না যেতেই দেখা যাবে গোটা কবর স্থান খুড়েই দেখা যাবে যে, কয়েকটা হাড়গুড় ছাড়া কিছুই নাই রে আল্লাহ, 

কিসের অহংকার কিসের ক্ষমতা কিসের তাকাব্বুরি কিসের পাওয়ার, আল্লাহ আমরা তোমাকে পেতে চাই তোমাকে পেতে চাই তোমাকে পেতে চাই আল্লাহ মেহেরবানী করে তোমার সঙ্গে আমার আতাতটা তুমি বাড়াইয়া দাও আল্লাহ, তোমার সঙ্গে আমাদের সংযোগটা তুমি আল্লাহ বারাইয়া দাও,

munajat bangla

তোমার সঙ্গে আমাদের মোহাব্বতটা বাড়াইয়া দাও তোমার নবীকে জীবনে অন্তত একটা বার স্বপ্নে দেখার তৌফিক দিয়ে দাও, তোমার নবীর কবর জিয়ারত করার তৌফিক দিয়ে দাও, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন আল্লাহ তাদের সকলকে 

একইসাথে হাশরের ময়দানে এবং একই সাথে হাশরের ময়দানের ছায়াতলে স্থান দিওগো আল্লাহ, রব্বানা ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাউবুর রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।

অনলাইন থেকে সংগৃহীত

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url