ফজরের নামাজের শেষ সময়
ইসলাম ধর্মমতে সূর্য এর উপর নির্ভর করে পাঁচ ওয়াক্ত নামাজ এর সময় বা ওয়াক্ত নির্ণয় করা হয়। সুবহেসাদিকের পর থেকেই শুরু হয় এবং সূর্য উদিত হওয়ার আগ সময় পর্যন্ত ফজরের নামাজের সময় ধরা হয়ে থাকে এবং সূর্য উদিত হওয়ার সাথে সাথে ফজরের নামাজের সময় শেষ হয়।
অর্থাৎ ভোরের সূর্য উদয় হওয়া শুরু হলেই ফজরের নামাজের সময় সমাপ্ত হয় এবং সূর্য উঠার আগ পর্যন্ত নামাজ পড়া যায় কাজা হয় না। তবে সূর্য উঠা শেষ হলে ফজরের নামাজ আদায় করা যায়।
এ প্রসঙ্গে নবীজির হাদিস রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং ফজরের ওয়াক্ত থাকে ঊষার উদয়কাল হতে সূর্যদয় না হওয়া পর্যন্ত। আর যখন সূর্য উদয় হতে থাকে তখন সালাত থেকে বিরত থাকবে। কেননা, সূর্য শয়তানের দুই শিংয়ের মধ্য দিয়ে উদিত হয়'। মুসলিম শরীফের হাদিস নং, ১২৬৪।
ফজরের নামাজ কত রাকাত- ফজরের নামাজ মোট ৪ রাকাত। দুই রাকাত সুন্নাত ও দুই রাকাত ফরয নামাজ।