ঈদুল আজহার নামাজ
ঈদুল আজহার নামাজ দুই রাকাত। এটা ওয়াজিব এবং এটা জামাতের সাথে আদায় করতে হয়।
ঈদুল আজহার ২ রাকাত নামাজে অতিরিক্ত ৬টি তাকবীর দিতে হয়।
১ম রাকাত: আল্লাহতায়ালার উদ্দেশ্যে কিবলা দিক হয়ে, ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ, ইমামের পিছনে ৬ তাকবীর এর সাথে আদায় করছি। প্রথমে তালিমা তাকবীরে ‘আল্লাহু আকবার’ বলে নিয়্যাত করতে হয়।
ছানা দোয়া বাংলা অর্থ
ইমাম ও মুসল্লিরা ঈদুল আজহার নামাজের নিয়াতের পর নিম্নের ছানা পড়তে পারেন।
ছানাঃ সুবহানাকা _আল্লাহুম্মা _ওয়া _বিহামদিকা _ওয়া _তাবারকাসমুকা _ওয়া _তালা _জাদ্দুকা _ওয়া _লা _ইলাহা _গাইরুক।
- ছানা পড়ার পড়ে ইমাম সাহেব তাকবীর বলবেন নামাযীরাও তাকবীর বলবেন এবং ইমাম উচ্চস্বরে তাকবীর বলবেন। প্রথম ও দ্বিতীয় তাকবীর বলার সময় হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে দিতে হবে।
- তৃতীয় তাকবীরের সময় দুই হাত কান বরাবর উঠিয়ে ছেড়ে না দিয়ে একত্রে বাঁধতে হবে।
- ইমাম সাহেব তারপর সুরা ফাতিহাহ ও অন্য একটি সুরা মিলিয়ে রুকু; সিজদাহ করবেন। মুসল্লিরাও ইমামের সাথে রুকু-সিজদাহ করবেন।
দ্বিতীয় রাকাতেঃ
ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহাহ ও অন্য একটি সুরা মিলিয়ে সেজদায় যাওয়ার পূর্বে, অতিরিক্ত তিন তকবির বলবেন ১ম রাকাতের মতো করে। তারপর ইমামের সাথে রুকু সিজদাহ করে অন্য নামাজের
মতো করেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন।
এইভাবেই মূলত ঈদুল আজহার ও ঈদুল ফিতরের নামাজও আদায় করতে হয়।
আল্লাহপাক আমাদের খুশির ঈদ ঈদুল আজহার নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন!
পোস্ট ট্যাগঃ