আযানের দোয়া
কুরআন ও হাদীস অনুসারে ইসলামী শরিয়তে আযানের দোয়া জানতে হলে আজকের পোস্টটি পড়তে হবে। আযানের দোয়া জানা যাবে। আরবী শব্দে মুখস্ত করতে হবে।
উচ্চারণঃ ‘আল্লা-হুম্মা রব্বা হা-জিহিদ দা‘ওয়া তিত তা-ম্মাতি ওয়াস -সলা-তিল ক্বা-য়িমাতি, আ-তি মুহাম্মাদানীল ওয়াছী’লাতা ওয়াল ফাদী’লাতা, ওয়াব‘আসহু মাক্বা’-মাম মাহ্ মূদানিল্লাযী’ ওয়াআদতাহু ইন্নাকা লা তুখ’লিফুল মি’আ-দ।”
অর্থঃ ‘হে আল্লাহপাক! এই পরিপূর্ণ আহ্বান
ও সুপ্রতিষ্ঠিত নামাজের তুমি যোগ্য প্রভু! হযরতমুহাম্মদ (সঃ) কে অসিলা
তথা বেহেশতের একটা স্তর এবং
ফজীলত তথা সকল সৃষ্টিকূলের
ওপর অতিরিক্ত মর্যাদা দান করুন। আর
তাঁকে মাকামে মাহমূ’দে (প্রশংসিত স্থানে) পৌঁছে দিন-যার প্রতিশ্রুতি
আপনি তাঁকে দিয়েছেন।’ (সহিহ আল বুখারী)
পোস্ট ট্যাগঃ