শবে বরাতের নামাজ কত রাকাত
শবে বরাতের নামাজ কত রাকাত
ফারসি
শব্দ হতে শবেবরাত শব্দটি
এসেছে। ‘শবে’ অর্থ রাত
ও ‘বরাত’ অর্থ মুক্তি। অর্থাৎ শবে বরাত মানে
মুক্তি বা মুক্তির রজনী।
মহান আল্লাহপাক শবে বরাতের রজনীতে তার পছন্দের বান্দাদেরকে ক্ষমা করে থাকেন।
নবীজি সাঃ থেকে হাদিস এসেছে যে, মহান আল্লাহপাক এ রাতে অগণিত মানুষকে বা গুনাহগার ব্যক্তিকে ক্ষমা করে দেন। (তিরমিজি শরিফ- ৭৩৯)
শবে বরাতের নামাজ কত রাকাত
শবে
বরাতের রাতে নামাজের কোনো সংখ্যা আলকোরআনে ও
হাদিসে স্পষ্টভাবে উল্লেখ
নেই। কিন্তু নবীজি সাঃ থেকে হাদিস তিনি বলেন,
শাবান মাসের মাঝামাঝি দিনে তোমরা রাতের
বেলা নফল নামাজ আদায় করবে ও দিনের বেলা রোজা রাখবে।
নামাজ
হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত ।
তাই নফল ইবাদতের মাঝে
সর্বশ্রেষ্ঠ হচ্ছে নফল নামাজ। (ইবনে
মাজাহ শরিফ-১৩৮৪)
শবে
বরাতের রাতে দুই
রাকাত ২ রাকাত করে যত রাকাত
পারেন নামাজ পড়তে
পারেন। রাকাতের কোনো নির্ধারিত
কোনো সংখ্যা নেই। দুই রাকাত, চার রাকাত, আট রাকাত করে করে আপনার যত রাকাত খুশি
আপনি পড়তে পারেন।
শবে বরাতের
নামাজের
নিয়ত
শবে
বরাতের নামাজের নিয়ত খুবই সহজ। “হে আল্লাহপাক
আমি ক্বিবলামুখী হয়ে শবে বরাতের দুই রাকাত নফল নামাজ আদায় করছি আল্লাহু আকবার। এভাবে
অতি সহজেই আপনারা শবে বরাতের
নামাজের নিয়ত করতে পারবেন।
শবে বরাতের নামাজের সূরা কোনটি
শবে বরাতের নামাজে সূরা ফাতিহার সাথে যেকোনো সূরা দিয়ে শবে বরাতের নফল আদায় করা যায়। আসলে এ নামাজে কোনো নির্ধারিত সূরা নেই।
পোস্ট ট্যাগঃ