ইফতারের আগে দোয়া
ইফতারের আগে দোয়া
আরবি
শব্দ ‘ইফতার’ এর
বাংলা অর্থ হলো নাস্তা করা অথবা পান
করা, ভেঙ্গে ফেলা ও নির্দিষ্ট সময়ের জন্য সহবাস না করা।
আমরা মহান আল্লাহপাকের সন্তুষ্টির জন্য পুরোদিনটি কিছু না খাওয়া এবং সূর্যাস্তের
সময়কালীন ইফতারি গ্রহণ করাকে বুঝায়
ইফতারি।
ইফতারের আগে দোয়া বাংলা
ইফতারের আগে দোয়া বাংলা উচ্চারণঃ ইয়া ওয়াসিয়াল মাগফিরাতি, ইগফিরলী।
বিঃ দ্রঃ দয়া করে আরবী থেকে দেখে
নিবেন সহিহ শুদ্ধভাবে শিখে নিবেন।
ইফতারের
আগে দোয়া বাংলা অর্থঃ হে মহান ক্ষমা
দানকারী আল্লাহ! আমাকে ক্ষমা করুন। (শু‘আবুল ঈমান- ৪০৭)
ইফতারের দোয়া
বাংলা
উচ্চারণ
“বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।”
বাংলা অর্থ: ‘মহান আল্লাহপাকের নামে (শুরু করছি); হে
আল্লাহপাক! আমি তোমারই জন্য
রোজা রেখেছি এবং তোমারই দেয়া
রিজিক দ্বারা ইফতার করছি। (মিশকাত শরীফ)
ইফতারের আগে
মোনাজাত
হে
মহান আল্লাহ আমি ইফতারি সামনে নিয়ে বসে আছি কিন্তু তোমার নির্দেশ ছাড়া ইফতারি করতে
পারছি না দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আজকের রোজা কবুল ও মঞ্জুর করো ও আমার
সারা জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দিন। আমিন! তাছাড়া ইফতারের আগে আমরা তসবিহ তাহলীল
করবো তাহলে মহান আল্লাহপাক আমাদের ক্ষমা করবেন ও অনেক সওয়াব দিবেন।
পোস্ট ট্যাগঃ