ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
ইফতারের
দোয়া বাংলা উচ্চারণ: বিছমিল্লাহী আল্লাহুম্মা
লাকা
সুমতু ওয়া
আ’লা
রীয্ক্বীকা
ওয়া
আফ্তারতু
বিরহমাতিকা
ইয়া
আরহ্বা’মার
রহীমীন।
ইফতারের আগের আমল
ইফতারি
করার পূর্বে আমাদের করণীয় হচ্ছে হালাল খাবার দ্বারা ইফতারি করা এবং ইফতারি
করার আগে জিকির-আসগর,
তছবিহ তহলিল, তওবাহ ইসতেগফার করা তাছাড়া দোয়া
দরূদও পড়তে হবে। তাহলে
মহান আল্লাহপাক আমাদের অনেক সওয়াব দান
করবেন।
ইফতারের দোয়া বাংলা
হে
মহান আল্লাহপাক! আমি আপনার-ই
সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি ও
আপনার-ই দেয়া রিজিকের
দ্বারা ইফতারি করছি। আমিন!
ইসলামী
শরিয়তের বিধান অনুযায়ী রমজানে সকল সুস্থ ও
মুমিন মুসলিম বান্দার জন্য পবিত্র রমজানের
রোজা করা ফরজ ইবাদত।
সেজন্য ফজরের নামাজের পূর্বে সেহরি খেয়ে রমজানের রোজা
রাখা শুরু করা লাগে
ও মাগরিবের সময় হালাল ইফতারের
দ্বারা রোজার শেষ করতে হয়।
ইফতারের দোয়া
ইফতারের দোয়া: বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা আরহ্বা’মার রহীমীন।
ইফতারের দোয়া বাংলা
ইফতারের দোয়া: বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা আরহ্বা’মার রহীমীন।
ইফতারের দোয়া আরবি
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
সেহরি ও ইফতারের দোয়া
সেহরি
ও ইফতারের সময় সেহরির দোয়া
ও ইফতারের সময় ইফতারের দোয়া মুখস্ত করা আমাদের জন্য
অতীব জরুরি। তাই আজকের পোস্টে
আমরা ইফতারের দোয়া বাংলা উচ্চারণ
শিখে নিবো। তবে আমাদেরকে পোস্টের
ফটোর উপর ক্লিক করে
আরবী দোয়াটি সহিহ শুদ্ধভাবে শিখতে
হবে। কারণ বাংলা দোয়া
আমাদের জন্য সহিহ শুদ্ধ হয়
না মনে রাখবেন।
পোস্ট
ট্যাগঃ