মাগরিবের নামাজ কয় রাকাত
মাগরিবের নামাজ কয় রাকাত
মাগরিব
একটি আরবি শব্দ যার
বাংলা অর্থ হলো পশ্চিম
দিক বা পশ্চিম দিকের,
সূর্যের অস্ত সময়। দিনে
৫ ওয়াক্ত নামাজের মধ্যে সন্ধ্যার নামাজ বা মাগরিবের নামাজ
খুবই গুরুত্বপূর্ণ নামাজ হিসেবে বিবেচিত। সূর্য অস্ত যাওয়ার সময়কেই
মূলত মাগরিব বলা হয়। প্রতিদিন
আমরা মাগরিবের নামাজ কয় রাকাত আদায়
করবো তা আজকের পোস্টে
জানতে পারবো।
মাগরিবের নামাজের সময়
সূর্য
পশ্চিম দিকে অস্ত যাওয়ার
পরপরই মাগরিবের নামাজের সময় শুরু হয়ে
থাকে। অর্থাৎ মাগরিবের আজানের পরপরেই এই ফযিলতপূর্ণ নামাজটি
আদায় করে নেওয়া উচিত। কারণ আজানের ৩০ মিনিট পরই এই নামাজ কাযা হয়ে যায়।
মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু
সন্ধ্যার
সময় সূর্য যখন পুরোপুরি ডুবে
যায় তখন মূলত মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হয়ে থাকে।
কারণ সূর্য ডোবার সময় যেকোনো নামাজ
পড়া ইসলামে নিষেধ। আর মাগরিবের আযান
দেওয়ার পর থেকে মাগরিবের
নামাজের সময় থাকে মাত্র
৩০ মিনিট।
অর্থাৎ
সূর্য ডোবার পর থেকে ৩০
মিনিট পর মাগরিবের নামাজ
কাযা হয়ে যায়। তাই
আমাদেরকে আজান দেওয়ার সাথে
সাথে মাগরিবের নামাজ আদায় করে নিতে হবে।
মাগরিবের নামাজের নিয়ত
হে আল্লাহপাক আমি কেবলামুখী হয়ে মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ এই ইমামের পিছনে পড়ছি আল্লাহু আকবার। এভাবে আপনারা বাংলায়ও মাগরিবের নামাজের নিয়ত করতে পারেন আবার আরবীতেও মাগরিবের নামাজের নিয়ত করতে পারেন।
মাগরিবের নামাজ কয় রাকাত
মূলত
মাগরিবের নামাজ মোট ৭ রাকাত
আদায় করা হয়। তারমধ্যে
ফরজ তিন, সুন্নাত দুই ও নফল দুই রাকাত।
যেমনঃ
ফরজঃ
৩ রাকাত
সুন্নাতঃ
২ রাকাত
নফলঃ
২ রাকাত
তবে বেশিরভাগ মুসল্লিগণ মাগরিবের মোট ৫ রাকাত নামাজ আদায় করে থাকেন। আবার অনেকে নফল দুই রাকাতও আদায় করে থাকেন।
মাগরিবের নামাজের নিয়ম
মূলত
সন্ধ্যার সূর্য ডোবার নামাজ হিসেবে উল্লেখ করা হয়ে থাকে
মাগরিবের নামাজকে। মুয়াজ্জিন আজান দেওয়ার ৫
মিনিট পর মাগরিবের ওয়াক্ত
শুরু হয়। তখন মুসল্লিগণ
ইমামের পিছনে দাড়িয়ে ৩ রাকাত ফরজ
নামাজ আদায়ের পর ২ রাকাত
সুন্নাত নামাজ আদায় করে থাকে।
অনেকে আবার ২ রাকাত
নফল নামাজও আদায় করে থাকে
সুন্নাতের পরেই।
পোস্ট ট্যাগঃ