রোজার নিয়ত বাংলা
রোজার নিয়ত বাংলা
অর্থঃ
হে মহান আল্লাহপাক! আমি আগামীকালকের মহা
পবিত্র রমজানের উদ্দেশ্যে
আপনার দিক হতে নির্ধারণ
করা অতীব ফরজ রোজা রাখার নিয়াত
করছি। সেজন্য আপনি
আমার রোযা অর্থাৎ যেকোনো
কিছু খাওয়া বা খাবার খাওয়া হতে বিরত, থাকাটাকে কবুল করুন,
অবশ্যই আপনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী সবদিক থেকে।
রোজার নিয়ত
বাংলা
সহজভাবে
“হে মহান আল্লাহপাক আমি
পবিত্র রোমজান মাসের রোজা
থাকার জন্য সেহেরি খেয়ে আগামীকালের রোজাটি রাখছি আপনি তা কবুল করুন আমীন”
রোজার নিয়ত
হে আমার আল্লাহপাক আমি
আগামীকালের জন্য রোজা রাখছি
তুমি আমার রোজাটি দয়া করে কবুল ও মঞ্জুর করো আমিন।
রোজা রাখার
নিয়ত
উচ্চারণঃ
নাওয়াইতু
আন
আসুমা
গ্বদাম
মীন
শাহ্
রি রমদ্বনাল মুবারকী ফারদ্বলাকা
ইয়া
আল্লাহু
ফাতাক্বব্বাল
মিন্নী
ইন্নাকা
আনতাছ
ছামীয়্যুল আলীম।
রোজা নিয়তের বাংলা অর্থঃ হে
মহান আল্লাহপাক! আগামীকালকের পবিত্র
রমজানমাসে
আপনার দিক থেকে দেওয়া অতি ফরয করা রোজা রাখার জন্য নিয়্যাত করিলাম, আপনি আমার রোজাটি কবুল করুন দয়া করে। আমিন!
রোজার নিয়ত অন্যভাবে
এইভাবে
আপনারা অতি সহজে ছোট
এই দোয়াটি মুখস্ত করেও রোজা রাখার
দোয়াটি পড়তে পাড়েন।
রোজা রাখার
দোয়া
রোজার
নিয়ত বাংলা উচ্চারণঃ “বিসাওমী গ্বদীন
নাওয়া’ইতু
মীন
শাহরি
রামাদ্বন”।
রোজার নিয়তের বাংলা অর্থ
রোজার
নিয়তের বাংলা অর্থঃ “আমি
পবিত্র
রমজান মাসের আগামীকালকের রোজা
রাখার
নিয়্যাত
করলাম”।
ইফতারের দোয়া
ইফতারের করার পূর্বে ইফতারি আপনার সামনে নিয়ে ইফতারের দোয়া পড়বেন। তাহলে মহান আল্লাহপাক অনেক সওয়াব দান করবেন আমাদেরকে।
ইফতারের দোয়া
বাংলা উচ্চারণ
ইফতারের
দোয়া বাংলা উচ্চারণঃ বিছমিল্লাহী আল্লাহুম্মা
লাকা
সুমতু
ওয়া
আ‘লা
রিযক্বিকা
ওয়া
আফ্তারতু
বিরহমাতীকা
ইয়া
আরহ্বামার
রহীমীন।
ইফতারের দোয়া বাংলা অর্থসহ
ইফতারের দোয়ার বাংলা অর্থঃ হে মহান আল্লাহপাক, আমি আপনাকে রাজি খুশির জন্য রোজা রেখেছি ও আপনারই প্রদান করা হালাল রিযিকের দ্বারা ইফতার করছি।
বিশেষ দ্রষ্টব্যঃ দোয়াগুলো আরবী থেকে দয়া করে দেখে নিয়ে মুখস্ত করে নিবেন। কারণ বাংলা দোয়া সহিহ শুদ্ধ হয় না। এর জন্য আপনি নিজে দায়ী থাকবেন
পোস্ট ট্যাগঃ