ঈদুল আজহা ২০২৫ কত তারিখে
ঈদুল আজহা ২০২৫ কত তারিখে
আগামী ৬ই জুন ২০২৫ তারিখ; রোজ শুক্রবার আরবি ১০ই জ্বিলহজ্জ ১৪৪৭ তারিখে ঈদুল আজহার উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
কোরবানির ঈদ কত তারিখে ২০২৫
বাংলাদেশে কোরবানির ঈদ ৬ই জুন ২০২৫ তারিখ; রোজ শুক্রবার আরবি ১০ই জ্বিলহজ্জ ১৪৪৭ তারিখে ঈদুল আজহার উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ঈদুল আজহা
ঈদুল আজহার ঈদকে বাংলাদেশে কোরবানির ঈদ বলা হয়। ঈদুল আজহার দিনে মুসলমানগণ পশু জবেহ করে থাকে। এই দিনে হাজীগণ হজ্জ শেষে সৌদি আরবে পশু জবেহ করে মাথা মুন্ডন করে কাফনের সাদা কাপড় পড়ে থাকে। এই ঈদ অনেক ফজিলতপূর্ণ ঈদ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
ঈদুল আজহার ঈদ অনেক খুশির একটা ঈদ। কারণ এই ঈদে গরীবগণ গোশত পেয়ে অনেক খুশি হয়ে থাকে।
কোরবানির ঈদ ২০২৫ কবে
কোরবানির ঈদকে অনেক গুরুত্বপূর্ণ বলা হয়। কারণ এই ঈদে পশু কোরবানির মাধ্যমে সেই মাংস সকলের মাঝে বিতরণ করে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়া হয়ে থাকে। তাই এই ঈদকে ত্যাগের ঈদও বলা হয় বা পশুর গোশত খাওয়ার ঈদও বলা হয়ে থাকে। ৬ই জুন ২০২৫ তারিখ; রোজ শুক্রবার আরবি ১০ই জ্বিলহজ্জ ১৪৪৭ তারিখে ঈদুল আজহার উৎসব বাংলাদেশে অনুষ্ঠিত হবে।
কোরবানির ঈদ
বাংলাদেশে প্রতি বছরের ন্যায় হিজরি ১০ই জ্বিলহজ্জ তারিখে অনুষ্ঠিত হয়ে থাকে। কোরবানির ঈদ বা ত্যাগের মহিমাময় ঈদ হিসেবে কোবানির ঈদকে মনে করা হয়। কারণ এই ঈদে পশু কোরবানি দিয়ে সেই গোশত গরীব, মিসকীন, আত্নীয়স্বজনদের মাঝে বিতরণ করা হয়ে থাকে। তাই এই ঈদকে গোশতের ঈদও মনে করা হয়।
ঈদুল আজহার ঈদ গোশত বন্টনের ঈদ
ঈদুল আজহার ঈদে আমরা সকলে আনন্দের সাথে গোশত বিতরণ ও গ্রহণের মাধ্যমে একে অপরের প্রতি ভার্তৃত্ববোধ জাগ্রত হয়ে থাকে। তাই কোরবানির ঈদে মানুষ গোশত খাওয়ার ঈদও বলে বা ত্যাগ বা মহিমার ঈদও বলে থাকে।
পোস্ট ট্যাগঃ