ঈদুল ফিতরের নামাজের নিয়ত
ঈদুল ফিতরের নামাজের নিয়ত
ঈদুল
ফিতরের নামাজের নিয়ত আরবীর বাংলাঃ 'নাওয়াইতু আন
উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাইন সালাতিল ইদিল ফিতরি মাআ
সিত্তাতিত তাকবিরাতি ওয়াঝিবুল্লাহি তাআলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ
শারিফাতি 'আল্লাহু আকবার'।'
ঈদুল ফিতরের
নামাজের
নিয়ত
বাংলায়
হে
আল্লাহপাক আমি কেবলামুখী হয়ে
এই ইমামের পেছনে দাড়িয়ে পবিত্র ঈদুল ফিতরের দুই
রাকাত ওয়াজিব নামাজ ৬ তকবিরের সাথে
আদায় করছি। আল্লাহু আকবার।
ঈদুল ফিতরের
নামাজের
নিয়ত
আরবি
نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ
رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ
تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ
اللهُ اَكْبَرْ
ঈদুল ফিতরের
নামাজের
নিয়ম
১। আপনি ঈদুল ফিতরের
নামাজের নিয়ত করবেন উপরের
দেয়া আরবী বা বাংলায়
করতে হবে।
২। তারপর ঈমাম সাহেবের সাথে
তাকবিরে তাহরিমা ‘আল্লাহু আকবার’ বলে আপনার উভয়
হাত বাঁধবেন। তারপর ছানা পড়তে হবে।
৩। এরপর অতিরিক্ত ৩ তাকবির দিতে
হবে। এক তাকবির হতে
আরেক তাকবিরের মধ্যে তিন তছবিহ পরিমাণ
সময় বিরত থাকতে হবে।
৪। প্রথম ও দ্বিতীয় তাকবিরের
সময় দুই হাত উঠিয়ে
তা ছেড়ে দিতে হবে।
তৃতীয় তাকবিরের সময় দুই হাত
তুলে হাত বেঁধে ফেলতে
হবে।
৫। অতঃপর আউজুবিল্লাহ-বিসমিল্লাহ পড়ার পর সুরা
ফাতেহা এবং তার সাথে
অন্য সুরা মিলানো। এরপর
নিয়মিত স্বাভাবিক নামাজের মতো করে রুকু
ও সেজদার মাধ্যমে ১ম রাকাত শেষ
করতে হবে।
৬। অতঃপর ২য় রাকাতে ইমাম
সাহেব সুরা ফাতেহা এবং
তার সাথে অন্য সুরা
মিলানোর পর অতিরিক্ত ৩টা
তাকবির দিবে। ১ম ও ২য়
তাকবিরের সময় দুই হাতই
উঠিয়ে তা ছেড়ে দিতে
হবে।
৭। ৩য় তাকবিরের সময়
উভয় হাত তাকবিরে তাহরিমার
মতো বেঁধে নিতে হয়। এরপর
৪র্থ রুকুর তাকবির দিয়ে রুকুতে যেতে
হবে।
৮। পরে অন্যান্য নামাজের
মতোই সেজদা বৈঠকে বসা; তাশাহহুদ, দরূদ,
দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে
নামাজ শেষ করতে হবে।
ঈদুল ফিতরের
ফজিলত
নবিজী
(সাঃ) বলেছেন, কেউ যদি ২টা ঈদের রজনীতে জেগে
ইবাদত বন্দেগী করবে, কেয়ামতের দিন সব আত্না মারা গেলেও ঔ ব্যক্তির অন্তর মারা যাবেনা।
অর্থ কেয়ামতের কঠিন দিনে যখন সবাই ভয়ংকর বিপদের মধ্যে থাকবে ও তারা মৃত প্রায় হয়ে যাবে
তখন যে ব্যক্তি ঈদের রাতে ইবাদত করলো সে ঔ সময় হাসিখুশিতে থাকবে। (তাবারানি)
পোস্ট ট্যাগঃ