তারাবির নামাজের দোয়া ও মোনাজাত আরবিতে
আজকের পোস্টে তারাবির (taraweeh) নামাজের দোয়া (taraweeh prayer dua) ও মোনাজাত বাংলা এবং আরবিতে দেওয়া হবে যা অতি সহজে আপনি মুখস্ত করতে পারবেন ও তারাবির নামাজে ব্যবহার করতে পারবেন।
তারাবির নামাজের নিয়ম
২ রাকাআত করে তারাবিহর (taraweeh) নামায আদায় করা হয়। ২ রাকাআত ভাবে চার রাকাআত পরে পরে একটু রেস্ট নিতে হয়। রেস্টের সময়ে নামাজীগণ তসবিহ তহলিল আদায় করে ও দোয়া করে থাকে। তাছাড়া কেউ কেউ চার রাকাআত পরে পরে নিচের দোয়াটি পড়ে থাকে।
তারাবির নামাজের দোয়া (taraweeh prayer dua) আরবিতে
سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ
তারাবির নামাজের দোয়া (taraweeh prayer dua) বাংলা
তারাবির নামাজের দোয়া ও উচ্চারণঃ
'সুবহানা জিল মুলকি ওয়াল
মালাকুতি, সুবহানা জিল ইযিয়াতি ওয়াল
আজমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়িল্লাজি লা ইয়ানামু ওয়া
লা ইয়ামুত আবাদান আবাদ; সুববুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি
ওয়ার রূহ।
তারাবির নামাজের মোনাজাত আরবি
اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ
পোস্ট ট্যাগঃ
hi
yes bolun ki jante chan