ইফতারের দোয়া
ইফতারের দোয়া
ইফতারের
দোয়া
পড়া পবিত্র রমজান মাসে রোজাদারদের জন্য
একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত অংশ। দীর্ঘ ৩০ দিনের রোজার
পরে ইফতারের মুহূর্তটি সকল মুসলমানের জন্য
খুবই মধুর এবং আবেগঘন
হয়ে ওঠে। এই মুহূর্তে
আল্লাহর কাছে দোয়া করা
সুন্নত এবং এর গুরুত্ব
অপরিসীম। তাই আমরা ইফতারের
পূর্বে আল্লাহর নিকট খাস দিলে
দোয়া করবো যেনো মহান
আল্লাহপাক আমাদের দোয়াগুলো কবুল করেন। আমিন!
ইফতারের দোয়া
হাদীস
এরশাদ
হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন, “রোজা পালনকারীর ইফতারের
সময়কার দোয়া বাতিল করা
হয় না।”
হে
মহান আল্লাহপাক! আমি আপনার জন্যই
রোযা রেখেছিলাম ও আপনার দেওয়া রিযিক দিয়েই ইফতার করছি। (সুনানে আবু দাউদ শরিফ- হাদিস
নং ২৩৫৮)
ইফতারের দোয়া হাদিস
অর্থঃ
পিপাসা দূর হল, শিরা-উপশিরাগুলো সতেজ হল এবং
আল্লাহপাক চাই তো সওয়াব পূর্ণ হল।
(আবু দাউদ শরীফ)
ইফতারের
দোয়ার
ভূমিকা
কী?
আল্লাহর
নিকটবর্তী
হওয়া:
ইফতারের সময় দোয়া করার
মাধ্যমে রোজাদার আল্লাহর নিকটবর্তী হয়। এই মুহূর্তে
আল্লাহ তা'আলা তার
বান্দাদের দোয়া কবুল করতে বেশি
প্রসন্ন হন।
শুকরিয়া
আদায়:
ইফতারের দোয়ার মাধ্যমে রোজাদার আল্লাহ তা'আলার অসংখ্য
নেয়ামতের জন্য শুকরিয়া আদায়
করে।
রোজার
সওয়াব
বৃদ্ধি:
ইফতারের দোয়া রোজার সওয়াবকে আরও বৃদ্ধি করে।
আত্মিক
পরিশুদ্ধি:
ইফতারের দোয়া আত্মাকে পরিশুদ্ধ করে এবং মনে
শান্তি ও নির্মলতা বয়ে
আনে।
আল্লাহর
প্রতি
আসক্তি
বাড়ানো:
এই দোয়াগুলি আল্লাহর প্রতি ভক্তি ও ভালোবাসা বাড়াতে
সাহায্য করে।
ইফতারের
দোয়া
পড়ার
সুন্নত
ইফতারের আগে এবং পরে
বিভিন্ন দোয়া পড়ার সুন্নত রয়েছে। এর মধ্যে সবচেয়ে
পরিচিত দোয়া হল:
ইফতারের
আগে:
"বিসমিল্লাহি ওয়া 'আলা বারাকাতিল্লাহ" পড়তে হবে। এবং
ইফতারের
পরে:
"আল্লাহুম্মা লাকা সুমতু ওয়ালা
রিযকিকা আফতারতু" পড়তে হবে।
ইফতারের
দোয়ার
গুরুত্ব
কি?
রোজা একজন মুসলমানের
জন্য আধ্যাত্মিক পরিশুদ্ধির একটি মাধ্যম। ইফতারের
দোয়া এই পরিশুদ্ধিকে আরও
গভীর করে তোলে। এই
দোয়া রোজাদারকে আল্লাহর
নিকটবর্তী করে দেয় এবং বান্দার ইবাদতকে
আরও গ্রহণযোগ্য করে তোলে আল্লাহর নিকটে।
ইফতারের
দোয়া
(Iftar Dua) দোয়াটি হলো:
Arabic ifter dua:
اللَّهُمَّ إِنِّي لَكَ صُمْتُ، وَبِكَ آمَنْتُ،
وَعَلَيْكَ تَوَكَّلْتُ، وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
ifter dua Transliteration:
"Allahumma inni laka sumtu wa bika
aamantu wa 'alayka tawakkaltu wa 'ala rizq-ika-aftartu."
Translation ifter dua bangla:
"O Allah! I fasted for You, believe in
You, and put my trust in You, and with Your sustenance, I break my fast."
ইফতারের
দোয়া
বাংলা
উচ্চারণ
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের
দোয়া
আরবি
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের
দোয়া
বিশ্লেষণ
ইফতারের
দোয়া:
ইসলামী হিজরি ক্যালেন্ডারের পবিত্র মাস রমজান মাসে রোজাদারদের
জন্য ইফতারের সময় ইফতারের দোয়া করা একটি গুরুত্বপূর্ণ
রোজার ইবাদত। এই দোয়া রোজাদারদের ইবাদতকে
আরও পরিপূর্ণ করে এবং আল্লাহ
তা'আলার কাছে আরও
নিকটবর্তী করে তোলে একজন মুসলিম বান্দাকে। তাই আমাদেরকে
খুব সহজভাবে এই দোয়াটি শিখতে হবে এবং রোজাকালীন সময়ে এই দোয়া পড়তে হবে।
ইফতারের
আগে
ও
পরে
পঠিত
দোয়াগুলির
ফজিলত
ইফতারের
পূর্বে:
"বিসমিল্লাহি ওয়া
'আলা
বারকাতিল্লাহ"
এই দোয়ার অর্থ
হল, "আল্লাহর নামে এবং আল্লাহর
বরকতে ইফতার করছি।"
এই দোয়াটি পড়ার
মাধ্যমে রোজাদার তার ইফতারকে আল্লাহ
তা'আলার নামে উৎসর্গ
করে এবং দোয়ার বরকত
কামনা করে। ইসলামী শরীয়তে
ইফতারের আগে এই দোয়াটি
পড়া সুন্নত।
ইফতারের
পরে:
"আল্লাহুম্মা লাকা
সুমতু
ওয়ালা
রিযকিকা
আফতারতু"
এর অর্থ হল,
"হে আল্লাহ! আমি তোমারই জন্য
রোজা রেখেছি এবং তোমারই দেওয়া
রিজিক দ্বারা ইফতার করলাম।"
এই দোয়ার মাধ্যমে
রোজাদার স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তার
ইবাদত একমাত্র আল্লাহ তা'আলার জন্য।
"ইয়া ওয়াসিয়াল
মাগফিরাতি,
ইগফিরলী"
এর অর্থ হল,
"হে মহান ক্ষমা দানকারী!
আমাকে ক্ষমা করুন।" এই দোয়াটি পড়ার
মাধ্যমে রোজাদার আল্লাহ তা'আলার কাছে
ক্ষমা প্রার্থনা করে।
ইফতারের
সুন্নত
ও
বিধান
সম্পর্কে
বিস্তারিত
খেজুর
খাওয়া:
ইসলামী শরীয়তে ইফতারের আগে খেজুর খাওয়া
সুন্নত। খেজুর
না পেলে পানি পান
করে ইফতার করা যাবে।
জামাতে
ইফতার:
সম্ভব হলে পরিবার বা
অন্যদের সাথে জামাতে ইফতার
করা উত্তম। এতে ইবাদতের সওয়াব
বৃদ্ধি পায় এবং সম্প্রদায়িক
বোধ জাগ্রত হয়।
দোয়া
মনে
না
থাকলে:
যদি কোন দোয়া মনে
না থাকে, তাহলে নিজের মাতৃ ভাষায় আল্লাহ তা'আলার কাছে
দোয়া করা যাবে। আল্লাহ
তা'আলা নিশ্চয়ই বান্দার
ভালোবাসা ও আন্তরিকতা গ্রহণ
করেন।
ইফতারের
পরে
করণীয়: ইফতারের
পর অতিরিক্ত খাওয়া-দাওয়া থেকে বিরত থাকা
উত্তম। এতে সেহরি খাওয়া ভালো হয়।
ইফতারের
দোয়ার
ফজিলত
ইফতারের দোয়া পড়ার অসংখ্য ফজিলত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য
হল:
আল্লাহ
তা'আলার
সন্তুষ্টি
অর্জন:
ইফতারের দোয়া পড়ার মাধ্যমে রোজাদার আল্লাহ তা'আলার সন্তুষ্টি
অর্জন করতে পারে।
রোজার
সওয়াব
বৃদ্ধি:
ইফতারের দোয়া রোজার সওয়াবকে আরও বৃদ্ধি করে।
দোয়া
কবুল
হওয়ার
সম্ভাবনা:
ইফতারের সময় করা দোয়া
কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বলে হাদীসে এসেছে।
ইফতার সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর
নিচে ইফতারের দোয়া বিষয়ে সংক্ষিপ্ত আকারে
আলোচনা করা হলো।
ইফতার করার আগে কি দোয়া পড়তে হয়?
بِسْمِ الله - اَللَّهُمَّ
لَكَ صُمْتُ
وَ عَلَى
رِزْقِكَ اَفْطَرْتُ
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের সঠিক দোয়া কোনটি?
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের দুআ কিভাবে করতে হয়?
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের আগে কোন সূরা পড়তে হয়?
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের দোয়া বাংলা
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের
দোয়া
আরবি
بِسْمِ الله - اَللَّهُمَّ
لَكَ صُمْتُ
وَ عَلَى
رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের
দোয়া
আরবি
ও
বাংলা
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
بِسْمِ الله - اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ اَفْطَرْتُ
ইফতারের দোয়া বাংলায়
বিছমিল্লাহী আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আ’লা রীয্ক্বীকা ওয়া আফ্তারতু বিরহমাতিকা ইয়া আরহ্বা’মার রহীমীন।
ইফতারের দোয়া কখন পড়তে হয়
মুসলিম বান্দারা সারাদিন রোজা শেষে মাগরিবের
আজানের সময় ইফতারের দোয়া পড়ার মাধ্যমে রোজা ভঙ্গ করে থাকে।
ইফতারের দোয়া সহীহ হাদিস
হে
মহান আল্লাহপাক! আমি আপনার জন্যই
রোযা রেখেছিলাম ও আপনার দেওয়া রিযিক দিয়েই ইফতার করছি। (সুনানে আবু দাউদ শরিফ- হাদিস
নং ২৩৫৮)
ইফতারের সময়
মুসলিমগণ সারাদিন রোজা শেষে মাগরিবের
আজানের সময় ইফতারের দোয়া পড়ে থাকে।
ইফতারের
দোয়া
সারসংক্ষেপ
পবিত্র মাহে রমজান মাসে ইফতারের দোয়া ইসলামী শরীয়তে একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দোয়াগুলি পড়ার মাধ্যমে রোজাদারগণ আল্লাহ তা'আলার আরও নিকটবর্তী হতে পারে এবং তাঁর সন্তুষ্টি অর্জন করতে পারে। মহান আল্লাহপাক আমাদেরকে ইফতারের দোয়া রোজার মাসে ইফতারির পূর্বে সহিহ শুদ্ভভাবে আদায় করার তৌফিক দান করুন আমিন!
পোস্ট ট্যাগঃ