মৃত্যুর আগের দোয়া

মৃত্যুর আগের দোয়া

মৃত্যুর আগের দোয়া

একজন মানুষের মৃত্যুর পূর্বে এই দোয়াটি পড়লে তাকে জাহান্নামে স্পর্শ করবে না বলে হাদিস থেকে পাওয়া যায় দোয়াটি নিচে দেওয়া হলঃ

اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلَى 

বাংলা উচ্চারণ : আল্লাহুম্মাগফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি বির রফীকিল আলা।

মৃত্যুর আগের দোয়ার বাংলা অর্থঃ

দোয়ার বাংলা অর্থঃ ‘হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমার ওপর অনুগ্রহ করুন। আমাকে সর্বোচ্চ বন্ধুর সঙ্গে মিলিত করুন।’

মৃত্যুর আগের দোয়ার বাংলা হাদিসঃ

দোয়ার হাদিসঃ আয়েশা (রা.) বর্ণনা করেছেন, আমি রাসুল (সা.)-কে মুমূর্ষু অবস্থায় এই দোয়া পড়তে শুনেছি। তখন তিনি আমার ওপর ভর করে ছিলেন।

তাই আমাদের এই দোয়াটি আরবি সহ মুখস্ত করে নিয়মিত পাঠ করা উচিত যাতে আল্লাহ পাক মৃত্যুর পূর্বে আমাদেরকে এই দোয়াটি আমাদের স্মরণে দিয়ে দেয় এবং আমরা পড়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে মহান আল্লাহ পাক হয়তো বা আমাদেরকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ ।

তাই সকলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন ও হালাল রিজিকের অন্বেষণে নিজেকে ব্যস্ত রাখুন ও দিনের প্রচারে নিজেকে নিয়োজিত রাখুন এগিয়ে যান।

উপসংহারঃ

পরিশেষে বলা যায় যে, মহান আল্লাহপাক আমাদেরকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন যাতে আমাদের মৃত্যুর সময় এই দোয়া নবিস হয় আমিন। 

পোস্ট ট্যাগঃ

মৃত্যুর আগের দোয়া

মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে

মৃত্যুর আগে দোয়া

মৃত্যুর আগ পর্যন্ত

মৃত্যুর আগ মুহূর্তে

মৃত্যুর আমল

সহজ মৃত্যুর আমল

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url